রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : বরগুনায় হাসনাত আব্দুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৬ সময় দেখুন

বরগুনা, ০১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকালে বরগুনা জেলায় দলীয় কার্যাক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের ব্যক্তিসর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত দেখেছি। নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ বা না করার বিষয়টি গোঁয়ার্তুমি, গোঁরামি এবং মধ্যযুগীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

এ সময় এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারীভাবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করছে বলেও অভিযোগ করে তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর