আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গ্রামীণ ব্যাংক, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ,বগুড়া জেলা কমিটি আয়োজিত এক মত বিনিময় সভা আজ ১ নভেম্বর/২৫, শনিবার, সকাল ১০ টায় বগুড়া পৌরপার্কের ব্যায়ামাগার সেড এ অনুষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংক থেকে শতভাগ পেনশন সমর্পনকারী প্রায় ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী ন্যায্য পাওনা আদায়ের জন্য আন্দোলনে যাবার প্রস্তুতি হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, অসময়ে গ্রামীণ ব্যাংক থেকে অবসরে যাওয়া প্রায় পনর হাজার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা হিসেবে প্রাপ্য সুযোগ-সুবিধা হিসেবে শতভাগ পেনশন সমর্পন কারীগণ অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় – দুই ঈদে দু’টি বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা ও অবসর গ্রহণের তারিখ থেকে পনর বছর পূর্ণ হলে পূনঃপেনশন প্রাপ্তির ন্যায্য দাবি আদায়ের নিমিত্তে এই পূর্ব প্রস্তুতিমূলক সভা।
আগামি ৮ নভেম্বর /২৫, শনিবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই দিনের অন্যান্য কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।উক্ত সমাবেশে সারা দেশের সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জনাব মো. প্রদীপ্ত শাহীন,সভাপতি,বগুড়া জেলা কমিটি। প্রধান অতিথি জনাব মাহাবুব আলম, কেন্দ্রীয় কমিটি। জনাব নূরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি- এতে বক্তব্য রাখেন।
Leave a Reply