বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচ, তোপের মুখে উর্বশী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ০৪ জানুয়ারি২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): এ মুহূর্তে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলছেন মডেল। ৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচেই এ ঝড়ের সমালোচনার মূল কারণ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের সেই অশালীন নাচের একটি গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, সেই গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। শুধু নাচের দৃশ্যই নয়, অভিনেতা নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে আসছে।

বর্ষীয়ান অভিনেতা নন্দমুরির বয়স এখন ৬৪ বছর। অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিকও। অন্যদিকে উর্বশীর বয়স মাত্র ৩০। কীভাবে কন্যার বয়সি নারীর সঙ্গে এমন নাচছেন এ অভিনেতা? এমন প্রশ্ন ধেয়ে আসছে নন্দমুরির দিকেও। ছবির নির্মাতাদের দিকেও আঙুল তুলছেন নেটিজেনরা।

এই নাচের ভিডিও দেখে এক নেটিজেন লিখেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য। আরেক নেটিজেন লিখেছেন—অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে। আবার কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

‘ডাকু মহারাজ’ নামের এ ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও রয়েছেন অভিনেতা ববি দেওল, দুলকার সালমান, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়সহ আরও অনেকে। আগামী ১২ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর