রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

ব্যবহৃত মাস্ক পুনরায় ব্যবহার করার নিয়ম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৫৭ সময় দেখুন

হেলথ ডেস্ক, ০৯ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট): করোনাভাইরাসে আতঙ্কে গোটা বিশ্ব। ঘরের বাইরে বের হতে মাস্ক পরার আহ্বান জানানো হচ্ছে। এক্ষেত্রে এন-৯৫ মাস্ক আদর্শ হলেও তা না পাওয়া গেলে সাধারণ সার্জিক্যাল মাস্ক বা ত্রিস্তরীয় কাপড়ের মাস্কও ব্যবহার করতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা সিডিসি আটলান্টার মতো সংস্থা এন-৯৫ র মতো মাস্ক একবার ব্যবহারের পরামর্শই দিয়েছে এ পর্যন্ত। যদিও, সম্প্রতি আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন, নির্দিষ্ট পদ্ধতি মানলে দ্বিতীয়বারও ব্যবহার করা সম্ভব এন-৯৫ মাস্ক।

তবে, বাজারে প্রচলিত অন্য মাস্ক (এন-৯৫ নয়), সার্জিক্যাল মাস্ক এমনকী ত্রিস্তরীয় কাপড়ের মাস্কও কি দ্বিতীয় বার ব্যবহার করা সম্ভব? করা গেলে কীভাবে, চলুন দেখে নিই নিয়মগুলো।

১। মাস্ক একবার পরলে তার পর পারতপক্ষে সেটির সামনে হাত দেবেন না

২। বাড়ি ফিরে অত্যন্ত সাবধানে মাস্ক খুলে তা সাবান পানিতে ভিজিয়ে রাখুন সারারাত

৩। পরের দিন সকালে ভালো করে ধুয়ে ডেটল মেশানো পানিতে ভিজিয়ে ওই মাস্ক তুলে নিন

৪। মাস্ক বেশি ঘষবেন না বা চিপবেন না। এতে মাস্কের মধ্যে থাকা ফিল্টার (যে মাস্কে থাকে) নষ্ট হতে পারে

৫। কড়া রোদে শুকিয়ে নিয়ে ফের ব্যবহার করুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর