বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানে বাস খাদে : নিহত ১১, আহত প্রায় ৪৬ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৪৪৩ সময় দেখুন

পাকিস্তানে পেশওয়ার-ইসলামাবাদ সড়কে বাস খাদে পড়ে অন্তত ১১ জন মারা গেছে। আহত হয়েছেন প্রায় ৪৬ জন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সড়ক পুলিশের ডিআইজি ইসফার আহমেদ জানান, চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছেন।

এই কর্মকর্তা জানান, বৃষ্টির মধ্যে চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও তিনি কথা বলা বন্ধ করেননি। একটি গাছ অতিক্রম করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পাশের একটি গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। নিহতরা লাহোর, নানকানা সাহিব ও সোয়াত এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এসপি পোথহর সৈয়দ আলী জানান, বাসের চালককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলায় হাসিস নামক নেশা গ্রহণেরও অভিযোগও আনা হয়েছে।

আহতদেরকে হাসানাবাদল, ওয়া কান্ট ও রাওয়ালপিন্ডির বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টিএইচকিউ টাক্সিলা মেডিকেলের তত্ত্বাবধায়ক ড. হোরা সাংবাদিকদের বলেন, তাদের হাসপাতালে দুর্ঘটনার শিকার ১০ জন মৃত অবস্থায় তাদের কাছে এসেছিল। আর আট জনকে আনা হয় আহত অবস্থায়।

এ ঘটনার পর এসপি পোথহর সৈয়দ আলী সড়কে গাড়ির গতি নির্ণয়ে প্রতি ৫০০ মিটার অন্তর স্পিড ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর