বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

দুই কোরিয়ার মধ্যে অস্ত্রমুক্ত এলাকায় পৌঁছেছেন ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৫২২ সময় দেখুন

দুই কোরিয়ার মধ্যে অস্ত্রমুক্ত এলাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সংক্ষিপ্ত সাক্ষাতের কথা রয়েছে। এ জন্য সীমান্তের ওই এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। জাপানে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে এক টুইটে কিমের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তার এমন আগ্রহকে অপ্রত্যাশিত বলে বর্ণনা করেছে পশ্চিমা মিডিয়া। তিনি ওই টুইটের মাধ্যমে কিম জং উনকে সীমান্তে তার সঙ্গে সাক্ষাতের স্বতঃস্ফুর্ত আমন্ত্রণ জানান। তার সঙ্গে ‘শান্তির জন্য হ্যান্ডশেক’ করার আগ্রহ প্রকাশ করেন। যদি ট্রাম্পের আহ্বান সাড়া দিয়ে সীমান্তে যান কিম জং তাহলে দুই দেশের মধ্যে অচল হয়ে থাকা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নতুন জীবন পেতে পারে। আর এটা হবে তাদের মধ্যে তৃতীয় সাক্ষাত।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে উত্তর কোরিয়া। তারা তার আমন্ত্রণকে ‘অত্যন্ত আকর্ষণীয়’ বলে আখ্যায়িত করেছে। এর আগে সিউলে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, তিনি এবং কিম জং উন অত্যন্ত চমৎকার সম্পর্ক গড়ে তুলেছেন। তার সঙ্গে সাক্ষাত করতে চান তিনি। এ সাক্ষাত হবে খুব সংক্ষিপ্ত। কার্যত তা হবে হ্যান্ডশেক। এটাই যথেষ্ট। একবার হ্যান্ডশেকের অর্থ বিপুল। কিম জং উনের সঙ্গে সাক্ষাতের বিষয়টি তিনি আগে থেকে পরিকল্পনা করেন নি বলে জানিয়েছেন। বলেছেন, আমি যখন দক্ষিণ কোরিয়ায় তখন ভাবলাম, আমি এখানে এসেছি। তাহলে কেন (কিমকে) হ্যালো বলবো না।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। তিনি বলেন, ট্রাম্প ও কিমের মধ্যে সাক্ষাত হবে পানমুনজোমে। এটি হলো দুই দেশের সীমান্তে অস্ত্রমুক্ত একটি এলাকা। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতামুলক অনেক আলোচনা হয়েছে এখানে। এর আগে এখানে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট যান নি। পানমুনজোম হলো একটি সরু ভূমি, যা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর