তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মুগলার কাছে এজিয়ান সাগরে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে ১২ শরণার্থী পানিতে ডুবে মারা গেছে। এছাড়া ৩১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের কোস্টগার্ড সদস্যরা। খবরে বলা হয়, গ্রিসে যাওয়ার পথে সোমবার ভোরে ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার শরণার্থীবোঝাই ৭ মিটার লম্বা ফাইবারগ্লাসের নৌকাটি তুরস্কের পর্যটন নগরী মুগলার বদরুম উপকূলে ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
তুরস্কের কোস্টগার্ড জানায়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ায় নৌকাটিতে পানি ওঠে। ডুবে যাওয়া নৌকাটির যাত্রীদের উদ্ধার করতে তুরস্কের দুটি উদ্ধারকারী জাহাজ, একটি হেলিকপ্টার ও একটি চৌকস ডুবুরি দল অংশ নেয়। নিখোঁজ যাত্রীদের এখনও তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। উদ্ধার করা যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য থেকে এক আদম পাচারকারীকে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ।
গত ১৪ বছরে ১৩ লাখেরও বেশি অবৈধ শরণার্থীকে উদ্ধার ও আটক করেছে তুরস্ক। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ হাজারের বেশি শরণার্থীকে এজিয়ান সাগর থেকে আটক করে ফেরত পাঠিয়েছে।
Leave a Reply