শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের কুরআনুল কারিমের প্রথম সবক উপলক্ষে নূরানী প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫১ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন ঘাগড়াই-কুরাতলী এলাকায় অবস্থিত আল ইসলাহ্ তা’লিমুল কুরআন ও বালিকা নূরানী মাদ্রাসায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক প্রথম শ্রেণির শিক্ষার্থীদের কুরআনুল কারিমের প্রথম সবক প্রধান উপলক্ষে নূরানী প্রদর্শনী, সাংস্কৃতিক ও দোয়া অনুষ্ঠান। আজ শনিবার ২২ নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠানটি শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণ শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকদের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা হাতে-কলমে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম প্রদর্শন করে দর্শক ও অতিথিদের মুগ্ধ করেন।

 

প্রদর্শনীতে অন্তর্ভুক্ত ছিল— আরবি লেখা ও সঠিক উচ্চারণ, বাংলা পড়া ও লেখা উপস্থাপনা,ইংরেজি অক্ষর ও লেখা, ইসলামী সংগীত ও হামদ-নাত পরিবেশনা, নামাজের নিয়ম শেখানো, জানাজার নামাজের নিয়ম, দোয়া-মাহফিল ও মৌখিক পাঠ,আল্লাহ তাআলার একসাথে ৯৯ টি নাম। এছাড়াও তা’লিমি কার্যক্রমের বিভিন্ন অংশ লাইভ প্রদর্শনের মাধ্যমে শেখানো হয়।

 

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত হিসেবে প্রথম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে কুরআন শরীফ তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে এবং শিশুদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।

 

অভিভাবকরা সন্তানদের উপস্থাপনা দেখে আবেগাপ্লুত হন এবং গর্ব প্রকাশ করেন। দর্শকদের অনেকে বলেন— “এত ছোট শিশুরা বাংলা, আরবি ও ইংরেজি—তিনটি বিষয়ে এত সুন্দর দক্ষতা দেখাচ্ছে, এটা সত্যিই অবাক করার মতো। এমন প্রদর্শনী আমরা আগে দেখিনি, তাদের প্রতিভা ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে।”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান মাওলানা খোরশেদ আলম,অত্র মাদ্রাসার  শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান মাওলানা খোরশেদ আলম অভিভাবকদের উপস্থিতি, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মাদ্রাসার শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণী পর্যন্ত মানসম্মত শিক্ষা গ্রহণ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে সফলভাবে ভর্তি হতে পারছে। আমরা বাংলা, আরবি ও ইংরেজি—তিনটি ক্ষেত্রেই তাদের দৃঢ় ভিত্তি গড়ে তোলার চেষ্টা করছি।”

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলা, আনন্দ এবং শিক্ষামূলক পরিবেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর