মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপরতা সহ্য করা হবে না : পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২২ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে। সে যতবড় সাংবাদিক কিম্বা রাজনৈতিক প্রভাবশালী হোউক, আই ডন্ট কেয়ার। গতকাল সোমবার সকালে দুমকি উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেছেন।

 

উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আবুজর মো: এজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, জামায়াত আমীর মাও: জালাল উদ্দিন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন জুয়েল বিশেষ অতিথির বক্তৃতা করেন।

 

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেন, দুমকি থানার ওসি মো: জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহ:অধ্যাপক মো: সহিদুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির পক্ষে অধ্যক্ষ মো: জামাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মো: সহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষকদের পক্ষে সুনীল দাস, ছাত্র প্রতিনিধি দুর্জয়, প্রেসকাব দুমকির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান খান, আঙ্গারিয়ার প্যানেল চেয়ারম্যান মো: জিল্লুর রহমান, এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির প্রমুখ বক্তৃতা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর