জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাঁন মিয়া মুন্সী নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত চাঁন মিয়া মুন্সী (৫০) উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের মৃত ইয়াসিন মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৫ মে) সকালে ওই শিশু অন্য শিশুদের সাথে পাশের বাড়িতে খেলতে যায়। অভিযুক্ত চাঁন মিয়া শিশুটিকে ডেকে একটি ঘাস ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমন সময় স্থানীয় লোকজন দেখে তাকে আটক করে গণধোলাই দিয়ে মাঝালিয়া বাজারে গাছের সাথে বেঁধে রাখেন।
পরে পুলিশে খবর দিলে মির্জাপুর থানার উপপরিদর্শক জিয়াউল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে চাঁন মিয়াকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply