বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৪ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙামাটি জেলার লংগদুর উপজেলার তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪মে) দুপুরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয়। তিনি মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

 

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজও কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। আসার পথে বৃষ্টি শুরু হলে সাথে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। পথেই তাকে উদ্ধার করে স্থানীয় ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। পরিবারের কোন অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর