শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের পরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়নে বরিশালে সাব-ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের আওতাধীন কর্মপরিকল্পনা (Plan of Action) প্রণয়নের লক্ষ্যে আজ ৮ মে বরিশালের খামারবাড়িতে একটি গুরুত্বপূর্ণ সাব-ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবিপ্রবির অধ্যাপক বদিউজ্জামান, ড. মুহাম্মদ আসাদুল হক, ড. শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম, পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার, উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়াম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ।

 

প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ মাসুদুল হাসান তাঁর ভার্চুয়াল বক্তব্যে খাদ্য নিরাপত্তার গুরুত্ব, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং টেকসই খাদ্য ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

 

বিশেষ অতিথি পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গবেষণা, প্রযুক্তি ব্যবহার এবং সংশ্লিষ্ট নীতিমালার কার্যকর প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিপণন প্রতিটি ধাপে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে বাস্তবমুখী সমাধান দিতে হবে।” তাঁর বক্তব্য উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও চিন্তার খোরাক জোগায়।

 

অনুষ্ঠানের শেষপর্যায়ে সভাপতির বক্তব্যে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ডায়লগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর