তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “গাজীপুরে মাওলানা রঈস উদ্দিনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য ইমাম পরিষদ। আজ সোমবার সকালে রাঙামাটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য ইমাম পরিষদের আহবায়ক আলহাজ্ব মাওলানা এম এ মুস্তাফা হেজাজীর সভাপতিত্বে এ সদস্য মওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী,রাঙামাটি সিনিয়র মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈম,কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রিজভী, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃআখতার হোসেন চৌধুরী,বালুখালী জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম, কাপ্তাই আল-আমীন নুরিয়া মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা জাকির হোসাইন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার আরবি প্রবাষক মাওলানা ফোরকান উদ্দিন রাব্বানী, স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুস, তবলছড়ি গরীব উল্লাহ শাহ(রহঃ)জামে মসজিদের খতিব মাওলানা সেলিম উদ্দিন, সাঁতাল পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ডিসি বাংলো মসজিদের ইমাম মাওলানা রোকন উদ্দিন, শুটকিপট্রি মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন ও চম্পকনগর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ বেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন- দশ দিন অতিবাহিত হলেও দেশের আলোচিত ইমাম রঈস উদ্দিন হত্যায় চিহ্নত অপরাধীদের গ্রেফতার করা হয়নি। এ থেকে স্পষ্ট বোঝা যায় আইন শৃঙ্খলার অবনতি।এবং এর পাশাপাশি সরকার ইমামদের প্রতি বিমাতাসুলভ আচরণ হচ্ছে। শীঘ্রই মাওলানা রঈস উদ্দিনের হত্যার বিচারের দাবি জানান।
Leave a Reply