সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কায় সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শ্রীলঙ্কায় আরো একটি যুব ওয়ানডে সিরিজ জয়ের কাছে চলে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জাওয়াদ আবরারের অনবদ্য সেঞ্চুরি ও রিজান হাসানের হাফ সেঞ্চুরিতে লঙ্কানদের ৩৩৭ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে আল ফাহাদ, আজিজুল, তামিমদের দুর্দান্ত বোলিংয়ে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

 

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবারা। বিদেশের মাঠে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। এর আগে ২০১৯ সালে নিজেদের মাঠে বাংলাদেশ করেছিল ৩৪০ রান। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।

 

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভালো করছিল বাংলাদেশ। কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরার ওপেনিং জুটিতে যোগ করেন ৪৯ রান। ১৯ রানে বিদায় নেন কালাম। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের আরেকটি জুটি হয় তামিম-জাওয়াদের। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক তামিম এবার ২৩ রানে ফিরলেন রানআউটের ফাঁদে পড়ে।

 

তৃতীয় উইকেটে জাওয়াদ-রিজানের জুটি গড়ায় আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। এই জুটি তৃতীয় উইকেটে স্কোরবোর্ডে যোগ করেন ১৩৫ রান। ১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান করেন ৮২ রান। ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছক্কা। শেষদিকে সাইমুন বশির ৮ বলে ২৩, ফাহাদের ৫ বলে ১৯ ও মোহাম্মদ আবদুল্লাহর ৩২ রানের কল্যাণে ৩৩৬ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নিয়েছেন রাসিত নিমসারা।

 

৩৩৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক ভিমাত দিনসারার ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহাদ নিয়েছেন ৩ উইকেট। আগামী সোমবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর