আত্মনির্ভর হতে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা রাজনাথ সিং রবিবার এক টুইট বার্তায় একথা জানিয়েছেন।
রাজনাথ সিং জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতেই এই পদক্ষেপ। আগামী পাঁচ-ছয় বছরে দেশিয় সংস্থাগুলোকে প্রায় চার লক্ষ কোটি টাকা দেওয়া হবে।
করোনা ভাইরাস মহামারির মধ্যে ভারতকে আত্মনির্ভর করার ডাক দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মূল কথা, বিদেশি পণ্যের আমদানি কমিয়ে দেশিয় উৎপাদনে জোর দেওয়া। সেই সিদ্ধান্তের প্রথম পদক্ষেপ নিলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
Leave a Reply