স্পোর্টস ডেস্ক, ০৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল সহজ জয় তুলে নিয়েছে।
ইনজুরির পর এবাদত হোসেনের গায়ে প্রথমবার লাল-সবুজের জার্সি। ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় পার করার পর জাতীয় দলের রাডারে আবার এনামুল হক বিজয়। সঙ্গে উঠতি মুখ হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কনকে যুক্ত করা। ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের একঝাঁক তারকা নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামলেও আগ্রহের কেন্দ্রে ছিলেন এই তিনজন। প্রথম ম্যাচে তাদের প্রত্যেকেই খানিক স্বস্তি উপহার দিয়েছেন বাংলাদেশের ভক্তদের।
সিলেটে তারুণ্যনির্ভর নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপুটে পারফরম্যান্স আশা করেছিল বাংলাদেশ, ঠিক সেটাই হয়েছে। শুরুতে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দেড়শ রানের আগেই সফরকারীদের থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট হাতে বিজয় অঙ্কনদের ব্যাট থেকে এসেছে ৭ উইকেটের সহজ জয়।
আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশের বিপক্ষে সুবিধা করতেই পারেনি। পুরো দলের মধ্যে ৫ ব্যাটার ফিরেছেন ডাক মেরে। ওপেনার মারিউ এবং আটে নামা ফক্সক্রফট ছাড়া আর কেউই দুই অংকের ঘরেই যেতে পারেননি। ৮-এ নামা ফক্সক্রফট খেলেছেন ৭২ রানের ইনিংস। সেটাই কিউই তরুণদের স্কোর টেনে নেয় ১৪৭ পর্যন্ত।
বাংলাদেশের হয়ে এদিন ৩টি করে উইকেট পেয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। ২ উইকেট আছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের।
পরে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী ছিল বাংলাদেশের। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ১২ বলে ২৪ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ করেন পারভেজ হোসেন ইমন। নাইম শেখ নিজেও থিতু হতে পারেননি। তৃতীয় উইকেটে বিজয়-অঙ্কন জুটির কাছ থেকে আসে ৫৫ রান। এনামুল হক বিজয় ফেরেন ৪৫ রান করে।
এরপর অবশ্য আর উইকেটের পতন হয়নি। নুরুল হাসান সোহানকে নিয়ে ম্যাচ শেষ করেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি অপরাজিত ছিলেন ৪২ রানে। ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন পেসার খালেদ আহমেদ।
Leave a Reply