বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

হাওরের ৬২ ভাগ ধান কাটা শেষ হয়েছে : বলেছে, কৃষি মন্ত্রণালয়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৬৭ সময় দেখুন

হাওরের প্রায় ৬২ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে পাওয়া তথ্য মতে, পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ এবং এখনো পাকে নাই ২৪ শতাংশ বোরো ধান।

অধিদপ্তরের তথ্যানুসারে হাওরাঞ্চল কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর চার লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।

এর মধ্যে (২৭ এপ্রিল) পর্যন্ত কাটা হয়েছে ২.৭৪ লাখ হেক্টর জমির ধান যা শতকরা ৬২ ভাগ। সিলেটে ৬৫, মৌলভীবাজারে ৭২, হবিগঞ্জে ৫৫, সুনামগঞ্জে ৬৫, নেত্রকোনায় ৭৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।

এদিকে কৃষক ও শ্রমিকদের উৎসাহ দিতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আগামীকাল বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর