শনিবার, ১৭ মে ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

স্ত্রীকে হত্যাকান্ডের ঘটনায় র‌্যাবের যৌথ অভিযানে স্বামী সাজ্জাদ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): র‍্যাব-৪, র‌্যাব-৫ এবং র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল ১৬ মে ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী রুমানা আক্তার(১৮)’কে শ্বাসরোধে হত্যাকান্ডের আসামি সাজ্জাদ হোসেন মানিক (২১)’কে  গ্রেফতার করতে সক্ষম হয়।

 

রুমানা আক্তার (১৮) পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- সোনারায় থানা- পীরগাছা, জেলা-রংপুর এর সাথে গত ৩০ জুলাই ২০২৪ ইং তারিখে আসামি মোঃ সাজ্জাদ হোসেন মানিক (২১) পিতা- মোঃ আক্কাছ আলী মোল্লা, সাং- পানিশাইল, থানা- নওগাঁ, জেলা- নওগাঁ এর সহিত মোবাইলে পরিচয় সূত্রে উভয় পক্ষের পরিবারের লোকজনদের সম্মতিক্রমে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়।

 

বিবাহের পর হইতে ভিকটিম তাহার স্বামীর বাড়ী নওগাঁতে বসবাস করিতে থাকে। বিবাহের পর হইতে আসামি মোঃ সাজ্জাদ হোসেন মানিক ভিকটিমকে কারনে অকারনে শারীরিক ও মানসিক ভাবে অত্যচার করিতে থাকে। উক্ত অত্যাচারের বিষয়ে  স্থানীয় ভাবে একাধিক বার শালিশ দরবার হয়। তারপরও সবকিছু সহ্য করিয়া ভিকটিম আসামির সহিত ঘর সংসার করিতে থাকে। গত ১০ এপ্রিল ২০২৫ তারিখ মোঃ সাজ্জাদ হোসেন মানিক (২১) তার স্ত্রি ভিকটিম রুমানা আক্তারকে নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া সাকিনস্থ জনৈক ইকবাল হোসেন খান এর বাসার ৪র্থ তলার ভাড়াটিয়া আসামীর বড় ভাই এর বাসায় বেড়াতে নিয়ে আসে।

 

এমতাবস্থায় ২৩ এপ্রিল ২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভিকটিমের পিতা গাজীপুর জেলার পূবাইল এলাকায় কৃষিকাজ ধান কাটার কাজে নিয়োজিত থাকা অবস্থায় মোবাইল ফোনে সংবাদ পান যে, তার মেয়ে রুমানা আক্তার (১৮) কে তাহার মেয়ের জামাই ভাইয়ের বাসায় শ্বাসরোধ করিয়া হত্যা করিয়াছে। অত:পর ভিকটিমের পিতা সংবাদ পাওয়া মাত্রই রওনা করিয়া ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ  বেলা আনুমানিক ০৩.৩০ ঘটিকায় উক্ত ঠিকানায় আসিয়া স্থানীয় লোকজনদের নিকট বিস্তারিত ভাবে জানতে পারেন যে, সকাল আনুমানিক ০৮.৩০ হতে ০৯.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে তাহার মেয়ের জামাই তাহার মেয়েকে শ্বাসরোধ করিয়া হত্যা করিয়াছে। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া ভিকটিমের সুরতহাল করতঃ ময়না তদন্তের জন্য লাশ শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকায় প্রেরণ করেন।

 

এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা  মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে ।

 

পরবর্তীতে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ও র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন দুপচাঁচিয়া থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: সাজ্জাদ হোসেন মানিক(২১)’কে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পারিবারিক কলহের জেরে শ্বাসরোধের মাধ্যমে ভিকটিমকে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীদর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর