শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

সালমান শাহর স্ত্রী সামিরা হক, খলঅভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জন সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৯ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ২১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে অভিনেতার স্ত্রী সামিরা হকসহ, খলঅভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

আদালতের নির্দেশে গতকাল সোমবার রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে অনুযায়ী, আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম।

 

এর আগে একই দিন রাজধানীর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই মামলা দায়ের করা হয়।

 

মামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিনেতা ডন কোনো সাড়া দেননি। খুদে বার্তা পাঠালেও উত্তর মেলেনি।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালে সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল, তাকে হত্যা করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনে জানায়, পারিবারিক কলহের জেরে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন— হত্যার প্রমাণ পাওয়া যায়নি।

 

সেই প্রতিবেদনের পর মামলার সকল অভিযুক্ত দায়মুক্তি পান, যার মধ্যে ছিলেন অভিনেতা ডনও। প্রতিবেদনের পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, “আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।”

 

তিনি আরও বলেন, “২৪টা বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ নিয়ে ঘুরেছি। আমার ক্ষতি আর পূরণ হবে না। সত্য কোনো দিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনো দিন সত্য বানানো যায় না।”

 

তবে পাঁচ বছর না যেতেই ফের একই মামলায় অভিযুক্ত হলেন আশরাফুল হক ডন। নতুন এই মামলায় ডনের পাশাপাশি অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসিসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর