শনিবার, ১০ মে ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ বিষয়ে আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় এটা না : আসিফ নজরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬ সময় দেখুন

ঢাকা, ০৯ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রায় বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর। আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় এটা না। শুক্রবার নিজের ফেরিভাইড ফেসবুক পোস্টে এ কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল।

 

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই__ খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর; যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়।

আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা।’

 

উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারও চলাচলে বাধা দেয়া না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ার আমিই বিরোধিতা করব এটা কিভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সভায় কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে, ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায় দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই। তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে।

 

আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে, আইসিটি আইন চাইলেই আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্য আইনগুলোও আছে। কাজেই আইন কোনো সমস্যা না। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোন পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে।

আমরা সেই প্রত্যাশায় আছি। ইনশাল্লাহ্।’

 

এদিকে বুধবার গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। তাছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধদের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে চলছে আন্দোলন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর