সোমবার, ১২ মে ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

সাংবাদিকদের বেতন ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয় : শফিকুল আলম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭ সময় দেখুন

ঢাকা, ১২ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের বেতন ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয়।

 

প্রেস সচিব অভিযোগ করে বলেন, সংবাদপত্র মালিকদের সঙ্গে আলোচনার দায়িত্ব সাংবাদিক ইউনিয়নগুলোর হলেও বাস্তবে তারা সাংবাদিকদের স্বার্থে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। গত ১৫ বছর ধরে এই সংগঠনগুলোর বেশিরভাগই পূর্বাচলে প্লট পাওয়ার দৌড়ে ব্যস্ত ছিল। ফলে সাংবাদিকদের অধিকার রক্ষার চেয়ে নিজেদের স্বার্থসিদ্ধিতেই তারা বেশি মনোযোগী ছিল।

 

তিনি বলেন, অনেক অনিয়ম চলছে। কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা অন্যদের সংবাদ কপি করে ছাপায়, যা কখনো ভালো সাংবাদিকতা হতে পারে না।

 

সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য উপযুক্ত বেতন নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ৩০ হাজার টাকার নিচে বেতন হলে একজন সাংবাদিক টিকে থাকতে পারেন না। এটা শুধু আর্থিক ব্যাপার নয়, পেশার মর্যাদার সঙ্গেও সম্পর্কিত।

 

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশের মানুষ স্বস্তি পেয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে- ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের হিসাবে এই সংখ্যা আরও বেশি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা দেখা যায়নি। তারা ক্ষমতায় থাকতে যাকে খুশি তাকে জঙ্গি বলে দমন করেছে।

 

তিনি বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াকে দেশের মানুষ ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। যদিও কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারে, তবে সেটি বড় কোনো ইস্যু নয়।

 

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলসহ সংগঠনটির নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর