রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধানের শীষে ভোট দিন : সাবেক বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ সময় দেখুন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ০৭ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে আজ ০৭ সেপ্টেম্বর রবিবার পথ সভায় প্রধান অতিথির বক্তব্য সাবেক বিচারপতি সুনামগঞ্জ২ দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ উদ্দীন চৌধুরী (রুমি) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধানের শীষে ভোট চাইলেন।

 

তিনি আরো বলেন এই দিরাই-শাল্লা কৃষি নির্ভরশীল, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার কৃষকের উন্নয়ন এর জন্য কাজ করেছে, এছাড়াও তিনি উপস্থিত জনতার নিকট ধানের শীষে ভোট চেয়ে এলাকার উন্নয়নের অংশীদার হতে আহ্বান জানান।

 

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-লন্ডন ম্যানচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আটগাও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জুনেদ আহমদ তালুকদার, বাহাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বিজয় কান্তি দাস, বাহাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমেদ, শাল্লা উপজেলায় কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ।

 

পথসভায় এলাকার নানা শ্রেণী পেশার লোকজন সহ বিএনপির ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর