হাঙ্গেরিতে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে একটি নিরপেক্ষ ও স্বাধীন সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ইনডেক্স’-এর কমপক্ষে ৭০ জন সাংবাদিক ও স্টাফ পদত্যাগ করেছেন।
তাদের অভিযোগ, সরকার তাদের ওয়েবসাইটকে ধ্বংস করে দিতে অথবা তাদের বশীভূত করার উদ্যোগ নিয়েছে। দেশটিতে সর্বশেষ নিরপেক্ষ গুরুত্বপূর্ণ মিডিয়া হিসেবে পরিচিত ইনডেক্স। এর প্রধান সম্পাদক সাবোলকস ডাল’কে মঙ্গলবার বরখাস্ত করা হয়। সাংবাদিকদের অভিযোগ, এই বরখাস্তকরণ সুস্পষ্ট হস্তক্ষেপ। এর মধ্য দিয়ে সরকার এই সাইটটির ওপর চাপ সৃষ্টি করতে চায়। এ ঘটনার কয়েক ঘন্টা পরেই বুদাপেস্টে স্বাধীন মিডিয়ার পক্ষে বিক্ষোভ করেন সাংবাদিকরা।
গত মাসে ইনডেক্সের প্রধান সম্পাদক সাবোলকস ডাল সতর্কতা দেন যে, বাইরে থেকে ইনডেক্সের ওপর চাপ দেয়া হচ্ছে। এর ফলে আক্রান্ত হতে পারেন সম্পাদকীয় স্টাফরা। ২২ শে জুন একটি উদ্বেগজনক লেখায় তিনি হুঁশিয়ারি দেন। তাতে বলেন, এই ওয়েবসাইটটির সম্পাদকীয় বিভাগের স্টাফরা বিপদের মুখে। এর হোমপেজে ‘ফ্রিডম ব্যারোমিটার’ও বিপদের মুখে।
Leave a Reply