সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

রাঙ্গামাটিতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী পৌরকর মেলা ২০২৫

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৪ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পৌরসভা কর্তৃক আয়োজিত ০৪মে হতে ০৮ মে পর্যন্ত ০৫ দিন ব্যাপী চলবে ‘পৌরকর মেলা ২০২৫’ আজ শহরের পৌর প্রাঙ্গণে প্রথম দিনের মেলা অনুষ্ঠিত হয়।

 

রবিবার (৪ মে) সকাল ১১ টায় শহরের পৌর মার্কেটের সামনে থেকে পৌরসভা মাঠ প্রাঙ্গণ পর্যন্ত বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।প্রথম দিনের এ মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন।

 

এতে আরোও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির চেম্বার অব কমার্স এর সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। তারেক আহমেদ এবং পম্পি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। নাগরিকদের কর বিষয়ে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।

 

এর আগে শহরের পৌর মার্কেটের সামনে থেকে পৌরসভা মাঠ প্রাঙ্গণ পর্যন্ত বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

 

উল্লেখ্য, মেলাটি আজ ০৪মে হতে ০৮ মে পর্যন্ত ০৫ দিন ব্যাপী চলবে এবং পৌরসভার সেবাসমূহ সম্পর্কে নাগরিকদের অবহিত করা ছাড়াও কর প্রদানে উৎসাহিত করতে বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর