তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন শ্রমিক নিহত ও চালক সহ আরো তিন শ্রমিক আহত হয়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।
নিহতরা হলেন— নিবারণ চাকমা, নোওচান চাকমা ও রেজ্জোউদো চাকমা। আহতরা হলেন— সুমন চাকমা, সোহেল চাকমা ও দোলনেয়ে চাকমা।
বাঘাইছড়ি থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, উগলছড়িতে ছয় চাকার একটি গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাথলের দিকে যাচ্ছে। পরে বিস্তারিত জানাবে বলে জানান।
Leave a Reply