তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রাঙামাটির কাউখালিতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালী উপাজেলা শাখার সম্মেলন আয়োজন করা হয়। দিঘীনালা লারমা স্কোয়াড় থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে সংস্কারপন্থী ও মুখোশ বাহিনী কর্তৃক ৫ ছাত্রী অপহরণ হয়।উক্ত ৫ ছাত্রী সেখানে অংশগ্রহণ করেছিলেন। সম্মেলন শেষে তারা কাউখালী থেকে বাড়ি ফেরার পথে দীঘিনালা সদর বাসস্টেশনের লারমা স্কোয়ারের চৌমুহনী মোড়ে পৌঁছলে সেখানে তাদেরকে আটকানো হয়।
অপহৃত ছাত্রীরা হলেন- পূর্ণিমা চাকমা, সোনালি চাকমা, বিবর্ষী চাকমা, এলিনা চাকমা ও সুইটি চাকমা। তারা সবাই কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রী। এর মধ্যে সুইটি চাকমার বাড়ি বাবুছড়া ইউনিয়নের বেলতলীতে এবং বাকী চার জনের বাড়ি দীঘিনালা ইউনিয়নের বানছড়ায়। তাদেরকে প্রথমে সংস্কারবাদীদের অফিসে রাখা হয় এবং পরে বনবিহার এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply