তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা-রাইখালী রুটে চন্দ্রঘোনা-রাইখালী রুটে আগামী ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ৫ দিন রাঙামাটির রুট ফেরি চলাচল বন্ধ থাকিবে। বৃহস্পতিবার (৮ মে)গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
সওজের রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি সড়ক বিভাগের আওতাধীন রাঙামাটি (ঘাগড়া)-চন্দ্রঘোনা বাঙালহালিয়া- বান্দরবান সড়কের ফেরি পারাপারের সুবিধার্তে চন্দ্রঘোনা ফেরিঘাটে ড্রেজিং কাজের জন্য আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬টা থেকে ১৮ মে (রোববার) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ১৮ মে ভোর ৬টা থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে।
১৮ মে ভোর ৬টা থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে। এসময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া-বাঙালহালিয়া (সুখবিলাশ) সড়ক ব্যবহার করা যেতে পারে। কাজ সম্পাদনের ক্ষেত্রে অনিবার্য কারণবশতঃ অনাকাঙ্ক্ষিত বিলম্ব হতে পারে।
সবুজ চাকমা আরো বলেন, ফেরি পারাপারের পথে পলি জমার কারণে বিভিন্ন সময়ে ফেরি চলাচল বন্ধ থাকে। ড্রেজিং করে আমরা ফেরি পারাপারের পথের পলি সরানোর উদ্যোগ নিয়েছি।
Leave a Reply