তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি টিম বুধবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাঙামাটি অফিসে অভিযান পরিচালনা করেন।নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযান চলাকালে বিআরটিএ’র বিভিন্ন নথি পর্যালোচনা করা হয় এবং সেবাগ্রহীতাদের অভিযোগ যাচাই করেন তারা।অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানান দুদক কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, ‘বিভিন্ন অনিয়ম ও সেবা গ্রহণে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিভিন্ন অফিসে নিয়ম অনুযায়ী সকল সেবা গ্রহীতাদের সেবা প্রদান নিশ্চিতে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে।
Leave a Reply