আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শনিবার ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রংপুর সিটি কর্পোরেশনের সামনে বিদ্যুৎস্পৃষ্টে বিমল চন্দ্র (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। জানা যায়, বিমল কাউনিয়া উপজেলার হারাগাছ যুগিটারী এলাকার পুলিন চন্দ্রের ছেলে।
আজ ২ নভেম্বর, রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার এস আই আব্দুল বাতেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ” সিটিবাজার থেকে রাত আনুমানিক ২টার দিকে খাবার খেয়ে রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের লোহার রোড ডিভাইডারে বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই প্রাণ হারায় বিমল চন্দ্র।”
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠান। এস আই আব্দুল বাতেন জানান, ” আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
Leave a Reply