আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গোলাম রব্বানী নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। পরে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। দন্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক,রংপুর কর্পোরেট শাখায় কর্মরত একজন কর্মকর্তা। তাঁর বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার টিউরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রের রাহাদুজ্জামান সুজন নামের এক পরীক্ষার্থীর প্রক্সি হিসেবে অংশ নিয়েছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, ” নিয়োগ পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশ গ্রহণ করায় গোলাম রব্বানী নামের এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া রাহাদুজ্জামান সুজনকে বহিস্কার করা হয়েছে। তিনি খাদ্য বিভাগের আর কোন পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না।”
শনিবার সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুরে ৪৬ টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
Leave a Reply