আজ শুক্রবার ইরান বলেছে,চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের যে ড্রোন বিমানটি গুলি করে ভূপাতিত করেছে সেটি তাদের আকাশসীমা লঙ্ঘনের ‘অকাট্য’প্রমাণ রয়েছে। ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার রাতে সুইস রাষ্ট্রদূত মারকাস লেইটনারকে একথা বলেন।তার দেশ (রাষ্ট্রদূতের) ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখাশোনা করে।
আরাকচি সুইস রাষ্ট্রদূতকে বলেন,ভূপাতিত ড্রোনের কিছু অংশ তারা তাদের জলসীমা থেকে উদ্ধার করেছে।
Leave a Reply