বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

মোজাম্বিকে নির্বাচনের ফল ঘোষণার ২৪ ঘণ্টায় ২১ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৭ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  নির্বাচন পরবর্তী সহিংসতায় গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা। মপুতু থেকে এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। সোমবার ক্ষমতাসীন দল ফ্রিলিমো পার্টিকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হলে দেশটিতে সহিংসতার সূত্রপাত হয়।

 

দেশটির সর্বোচ্চ আদালত গত সোমবার ঘোষণা করে যে, নির্বাচনে ক্ষমতাসীন ফ্রিলিমো পার্টি বিজয়ী হয়েছে। গত অক্টোবরের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আর ফ্রিলিমো পার্টি মোজাম্বিকে ক্ষমতায় আছে ১৯৭৫ সাল থেকে।

মঙ্গলবার সকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাসকোয়াল রোন্ডা এক সংবাদ সম্মেলনে বলেছে, নির্বাচন পরবর্তী সময়ে দেশে ২৩৬টা সহিংসতার ঘটনা ঘটেছে। অন্তত ২৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে আছে ১৩ জন পুলিশ অফিসার।

 

তিনি আরও বলেছেন, অস্ত্রধারীরা পুলিশ স্টেশন, জেলখানা এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। এসব ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে। এর আগে রাজধানী মাপুতুতেও বিক্ষোভকারী এবং পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেখানে পুলিশের উপর ইট-পাথর ছুঁড়ে। দোকানে আগুন দেয় এবং লুটপাট করে।

 

সোমবার হাইকোর্ট ফ্রিলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিলে সন্ধ্যায় বিক্ষোভকারীরা দেশটির প্রধান সব সড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। চ্যাপোর প্রধান প্রতিদ্বন্ধী নির্বাসিত নেতা ভেনানসিও মন্ডলানে দাবি করছে,নির্বাচনে কারচুপি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর