ঢাকা, ১৩ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এদিন রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
ডিবি সূত্রে জানা গেছে, মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জ ও ঢাকায় জুলাই-আগস্টের হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হন মমতাজ। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
Leave a Reply