বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

ভারতে পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৭ সময় দেখুন

বেনাপোল, ১৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

 

ফেরত আসা কিশোর-কিশোরীরা হলেন- ইন্দ্রজিৎ মন্ডল, প্রান্ত মন্ডল, মিহির জোয়ার্দ্দার, খাইরুল ইসলাম, সৈকত আলম, মিরাজ হোসাইন রিমন, আবু জুবাইদা সান, ইয়াসির আরাফাত,আবিদ আহমেদ,আপন বিশ্বাস। সাহিদা খাতুন, সুবর্ণা রায়, স্নিগ্ধা বিশ্বাস, শিলা আক্তার, টপা খানম, আজমিরা খাতুন, টুম্পা মন্ডল, সুমাইয়া আক্তার, দিঘি বিশ্বাস, সোনিয়া আক্তার ও সুমাইয়া আক্তার।

 

এসব কিশোর-কিশোরীদের বাড়ি- ঢাকা, কেরানীগঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলায়।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভারত ফেরত ২১ কিশোর-কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যান। এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে।

 

বৃহস্পতিবার সকালে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র এসব কিশোর-কিশোরীদের দুই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। সেখানে তারা কাজ করার সময় পুলিশের হাতে আটক হন।

 

পরে কারাভোগ শেষে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদেরকে নিজস্ব শেল্টার হোমে রাখে। এরপর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে তারা দেশে ফেরেন। তাদেরকে আজ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর