বুধবার, ১৪ মে ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকায়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ১২৬ সময় দেখুন

ঢাকায় হাইকমিশনার পরিবর্তন করেছে ভারত। নতুন হাইকমিশনার হিসেবে অভিজ্ঞ কূটনীতিবিদ বিক্রম দোরাইস্বামীকে নিযুক্ত করেছে দেশটি। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবে। দোরাইস্বামী হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৬তম হাইকমিশনার।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিগগিরই ঢাকায় তার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিক্রম কুমার দোরাইস্বামী এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

ভারতের বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস ২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রীভা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব পালনরত বিজয় ঠাকুর সিং সেপ্টেম্বরে অবসরে যাচ্ছেন। রীভা তার স্থলাভিষিক্ত হবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর