ঢাকা-১২-১-২২ঃ সকালে বাংলা একাডেমীর কবি শামসুর রহমান হলে এনএনসির আয়োজনে জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার খান লিটনের একক সংবাদ ভিডিও প্রদর্শনী তার লেখা বই ‘ফিরে দেখার জগাখিচুড়ি’ বইয়ের মোড়ক উম্মোচন এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।
স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এনএনসি সম্মাননা-২০২২ প্রদান করেন-মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি, ঢাকা টিভির চেয়ারম্যান. অনলাইন জার্নালিস্ট ইউনিটির সভাপতি. বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক জোটের সভাপতি. লালন গবেষণা একাডেমী চেয়ারম্যান. সিনিয়র সাংবাদিক. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব. বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ইংরেজী বিভাগের সাবেক প্রধান অধ্যাপক শফি আহমেদ তালুকদার।
জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা-এনএনসির সভাপতি আলহাজ্জ্ব মাসুম বিল্লাহর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলোর বিশিষ্ট কলামিষ্ট আল্লামা শায়েখ মুহাম্মাদ উসমান গনি, বিএমএসএফ-এর সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, নিউইর্য়ক টাইমসের ফেরদৌস খান, নিউজ নাউ সম্পাদক শামিমা আক্তার দোলা, এটিভির সম্পাদক এসএম জামান,নিউজ টোয়েন্টিফোরের চন্দ্রানী চন্দ্রা, এনএনসির ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির, এনএনসির পিআরও লুৎফুর রহমান ফাহিম, পরিচালক (প্রশাসন) এমদাদুল হক ভুইয়াঁ প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply