নাটোর, ০১ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১ সেপ্টেম্বর) নাটোর জেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল।
দুলু বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে ও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে, কেউ তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বিএনপিকে কিছু করতে পারবে না।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply