বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

বার্সেলোনা আজ মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট ছিনিয়ে নিতে সান সিরোর ঐতিহাসিক মঞ্চে বার্সেলোনা আজ মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের। প্রথম লেগে ৩-৩ গোলে রোমাঞ্চকর ড্রয়ের পর দ্বিতীয় লেগে যে দল সাহস ও কৌশলে এগিয়ে থাকবে, সেই দলই জায়গা করে নেবে মিউনিখের ফাইনালে।

 

হান্সি ফ্লিকের দল মৌসুমের শুরুতে ইউরোপে এতদূর এগিয়ে আসবে কেউই কল্পনা করেনি। তবে এখন, ফাইনালের মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে তারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শীর্ষ গোলদাতা রবার্ট লেভানডভস্কি পুরোপুরি ফিট নন, আর ডিফেন্সে নেই কুন্দে ও বালদে—যাদের অনুপস্থিতি বার্সার রক্ষণভাগকে করে তুলেছে নড়বড়ে।

 

তবুও আশার আলো ছড়িয়ে যাচ্ছেন লামিন ইয়ামাল, যিনি ডানদিকে একাই লড়ছেন ইন্টারের শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে। আর রয়েছেন রাফিনিয়া যিনি রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। অন্যদিকে মাঝমাঠে ডি ইয়ং ও পেদ্রি থাকছেন দায়িত্বে, আর সামনে ফেরা্ন তোরেসের দিকে তাকিয়ে বার্সা ভক্তরা।

 

ইন্টার মিলান তাদের ঘরের মাঠে স্বস্তিতে থাকলেও রয়েছে দুশ্চিন্তা। দলের মূল ভরসা লাউতারো মার্তিনেজ ইনজুরির কারণে খেলার সম্ভাবনা কম। তবে তারা এখনও ফেভারিট হিসেবেই নামছে মাঠে—ঘরের মাঠ, সমর্থকদের তীব্র চিৎকার আর প্রথম লেগে বার্সার রক্ষণে তৈরি করা ভীতি সবই তাদের পক্ষে।

 

১০ বছর পর ফাইনালের সম্ভাবনা

 

২০১৫ সালের পর প্রথমবার ইউরোপীয় ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে বার্সেলোনা। এই ম্যাচ তাদের জন্য কেবল একটি সেমিফাইনাল নয়—এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার, নিজেদের ইতিহাসের গৌরব ফিরিয়ে আনার লড়াই।

 

এ ম্যাচে স্টাইল নয়, দরকার হৃদয় দিয়ে খেলা। ম্যাচ হতে পারে ১২০ মিনিটের, হতে পারে টাইব্রেকার পর্যন্ত গড়ানো এক যুদ্ধ। কিন্তু ফ্লিকের বার্সাকে প্রস্তুত থাকতে হবে প্রতিটি মুহূর্তের জন্য।

 

সম্ভাব্য একাদশ

 

বার্সেলোনা (৪-২-৩-১): সেজনি; এরিক, আরাউহো, কুবারসি, ইনিয়িগো; ডি ইয়ং, পেদ্রি; ইয়ামাল, ওলমো, রাফিনিয়া; ফেরা্ন

 

ইন্টার মিলান (৩-৫-২): সোমার; বিসসেক, আসেরবি, বাস্তোনি; ডামফ্রিস, বারেল্লা, চালহানওগ্লু, মিখিতারিয়ান, দিমার্কো; থুরাম, লাউতারো

 

সান সিরোতে আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) মাঠে গড়াবে হাই ভোল্টেজ এই সেমিফাইনাল। ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস টেন টু ও ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম সনি লাইভে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর