ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৭ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইউক্রেনের একাধিক অঞ্চলের বিদ্যুতের বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্য করে বুধবার গভীর রাতে ব্যাপক হামলা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একসঙ্গে অনেকগুলো বিদ্যুৎকেন্দ্রে হামলার কারনে বিদ্যুতের ঘাটতি এবং ব্ল্যাকআউট দেখা গিয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, পুতিন ইচ্ছে করে বড়দিনে এই ক্ষেপণাস্ত্র হামলা করেছেন।
ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তাদের দাবি, রাশিয়া ক্রুজ, ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন হামলা করেছে।
প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, ‘হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। ইচ্ছে করে বড়দিনে এই আক্রমণ করা হয়েছে। এর থেকে অমানবিক আর কী হতে পারে?’
তিনি আরও জানিয়েছেন, ‘৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তার মধ্যে কিছু ব্যালেস্টিক মিসাইলো ছিল। এর সঙ্গে ছিল শতাধিক ড্রোন। আমাদের সেনারা ৫০টি ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করতে পেরেছে। বেশ কিছু ড্রোনও তারা ধ্বংস করেছে। তবে দুর্ভাগ্যবশত কিছু মিসাইল লক্ষ্যে আঘাত করেছে। ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে তার প্রভাব পড়েছে। ইঞ্জিনিয়ররা কাজ করছেন। যত তাড়াতাড়ি সম্ভব সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।
ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী বলেছেন, ‘রাশিয়া আবার বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের আক্রমণ করেছে। এর প্রভাব যাতে বেশি না হয়, তার জন্য ট্রান্সমিশন সিস্টেম অপারেটররা কাজ করছেন।’
রাশিয়া উত্তরপশ্চিম ইউক্রেনের খারকিভকে টার্গেট করেছিল বলে সেখানকার গভর্নর জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন মারা গেছেন।
Leave a Reply