বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

বঙ্গলতলীতে কার্বারির বাড়িতে সেনা তল্লাশি-হেনস্তা ও তিন ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিশুতুলি গ্রামে রাতে গ্রামের কার্বারি শান্তি ময় চাকমার বাড়িতে সেনা তল্লাশি-হেনস্তা ও তিন ব্যক্তিকে নির্যাতনের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাজেক কার্বারি এসোসিয়েশন।

 

আজ মঙ্গলবার (৬ মে ২০২৬) সকালে কার্বারি এসোসিয়েশনের লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে উজোবাজার প্রদিক্ষণ শেষে প্রতিবাদ সমাবেশ করেন।

 

কার্বারী এসোসিয়েশন সভাপতি নতুন জয় চাকমা বলেন, গ্রামের একজন কার্বারির বাড়িতে রাতের আঁধারে তল্লাশি ও তাকে হেনস্তা ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সেনাবাহিনীর কাছ থেকে আমরা এ ধরনের আচরণ কোনভাবেই আশা করি না। আমরা শিশুতুলি গ্রামের কার্বারি শান্তিময় চাকমার বাড়িতে তল্লাশি-হেনস্তা ও তিন গ্রামবাসীকে মারধরের ঘটনায় বাঘাইহাট জোন কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ জবাব পেতে চাই। যথাযথ জবাব না পেলে আমরা বাঘাইছড়ি উপজেলার সকল কার্বারিরা মিলে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবো।

 

তিনি আরো বলেন, ভবিষ্যতে কোন কার্বারি যদি এ ধরনের হেনস্তার শিকার হয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

 

কার্বারী ধারাজ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে কার্বারীরা গ্রাম প্রধান। তারা পাহাড়ি  জাতিগোষ্ঠীদের সামাজিক নিয়ম-শৃংঙ্খলা ও রীতি-নীতি সুরক্ষায় কাজ করে থাকে। তাদেরকে কেন সেনাবাহিনীর হেনস্তার শিকার হতে হবে? আজকে শিশুতুলি গ্রামের কার্বারী শান্তি ময় চাকমার বাড়িতে বিনা কারণে তল্লাশি ও তাকে হেনস্থা করার মাধ্যমে পুরো কার্বারী সমাজকে হেনস্তা করা হয়েছে। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীতে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কার্বারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

 

সাজেক নারী সমাজে প্রতিনিধি নিরুপা চাকমা বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় দেখা যায় সেনাবাহিনীর নির্যাতনের চিত্র। বঙ্গলতুলির শিশুতুলি গ্রামের কার্বারী শান্তিময় চাকমাকে হেনস্থা ও সাধারণ তিন গ্রামবাসীকে মারধরের ঘটনায় নিন্দা জানাই। বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা সাজেকে আসতে না আসতে আমাদের উপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছেন। তার নেতৃত্বে বাঘাইহাট জোনের ৬নং চেক পোষ্টে কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য আটক করা, গাড়ি তল্লাশিসহ নানা হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা বলেন, রাতের আঁধারে সেনাবাহিনী কর্তৃক শিশুতুলি গ্রামের কার্বারী শান্তি ময় চাকমার বাড়ি তল্লাশি ও তাকে হেনস্থা এবং তিন গ্রামবাসীকে মারধরের ঘটনা অমানবিক। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর