বরিশাল, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো ধরনের সংশয় নেই।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার—ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন, তারা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবেন।’
তিনি আরও বলেন, ‘অতীতে যেভাবে সরকার গঠিত হতো, ভবিষ্যতে হয়তো তেমন হবে না। এবার নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের আগে এটা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। নির্বাচনের আগপর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সেই চেষ্টা চলছে। আর নির্বাচনের সময় পুরো বিষয়টি নির্বাচন কমিশন দেখভাল করবে।’
Leave a Reply