শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে করো মধ্যে কোনো সংশয় নেই : আমীর খসরু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৮ সময় দেখুন

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে করো মধ্যে কোনো সংশয় নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ।

 

তিনি বলেন, নির্বাচনটা যাতে সফলভাবে হয়, সেদিকে ইইউ বেশি মনোযোগী। এই মুহূর্তে তাদের মনোযোগ হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তারা চায় দেশে গণতান্ত্রিক পদ্ধতি (অর্ডারটা) ফিরে আসুক।

 

এর আগে রাজধানীর গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

জুলাই সনদের আইনে স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়—জামায়াত নেতার এমন বক্তব্যের প্রসঙ্গে আমীর খসরু বলেন, ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে। এর পরে আর কী বাকি আছে আমাদের তা জানা নেই। আলোচনা, ঐক্যমত, সনদ সই হওয়ার পরে আর কিছু থাকার কথা নয়।

 

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলার বিষয়ে সবারই কনসার্ন থাকবে। আমাদেরও কনসার্ন আছে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী আরও শক্ত অবস্থানে থাকবে, আরও কঠিন অবস্থানে থাকবে আশা করি।

 

আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের দৌঁড়ে নেই, দেশেও নেই। আওয়ামী লীগ নেত্রীও নেই। সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর