জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৩ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পুলিশ সুপার, মোঃ মোরতোজা আলী খাঁন,এর সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ মশিউর রহমান মন্ডল এর সার্বিক তত্বাবধানে, ও সি, ডিবি এর নেতৃত্বে ১৩/০৫/২০২৫ ০০:১০ ঘটিকায় এস আই বেনু রায়, সঙ্গীয়,ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর ইউপির বাবুলচড়া গ্রামের মোঃ তুহিন এর মুদি দোকানের সামনে শ্রীপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল (২০), পিতা-মৃতঃ শাজাহান খাঁ, সাং-রাঘবপুর, ইউপি-ভাঁড়ারা, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এবং ২। মোঃ শুকুর শেখ (৫৩), পিতা-মৃত উজির শেখ, সাং-পূর্ব রাঘবপুর, ইউপি-ভাড়ারা, থানা-পাবনা সদর, জেলা, রেখে যাওয়া মাদকদ্রব্য ০৫(পাঁচ) কেজি গাঁজা এবং একটি লাল কালো রংয়ের Pulsar মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রজু করা হয়েছে।
Leave a Reply