জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বিকাল চার ঘটিকায় মোঃ আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন লস্করপুর মধ্যপাড়া সাকিন রেললাইনের পাশে মোছাঃ আরিফা বেগম (৪০), স্বামী- মোঃ আঃ সাত্তার ডাবলুর মালিকানাধীন টিনের তৈরী ঘরের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহজাহান শেখ (৫৪), পিতা- মোঃ শুকুর শেখ, স্থায়ী সাং-কাশিনাথপুর বাবুপাড়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনা, বর্তমান সাং-লস্করপুর মধ্যপাড়া (আরিফা বেগম এর বাসার ভাড়াটিয়া রেল লাইনের পার্শ্বে), থানা- পাবনা সদর, জেলা- পাবনা কে মাদকদ্রব্য ২০ (বিশ) গ্রাম হেরোইন এবং ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রজু করা হয়েছে।
Leave a Reply