বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

পাবনার আমিনপুরে ইটের ভাটায় অভিযান : অবৈধ ছয়টি ইটের ভাটা ধংশ করেছে প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ৩০ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার, সারাদিন ব্যাপি, পাবনা জেলার, আমিনপুর থানার, বিভিন্ন, ইটের ভাটায়, পুলিশ, আনসার ব্যাটেলিয়ান, এবং র‍্যাবের যৌথ অভিযানে, অবৈধ ছয়টি ইটের ভাটা ধংশ করা হয়েছে।

 

যে সকল ইটের ভাটা ধংশ করা হয়েছে সে গুলোর নাম,১। রাকা ব্রিকস, ২।মেসার্স মন্ডল ব্রিকস,৩।মেসার্স হানিফ ব্রিকস, ৪।মেসার্স একতা ব্রিকস, ৫।মাস্টার ব্রিকস, ৬।সততা ব্রিকস। এই সকল ভাটা ধংশ করা হয়েছে। মেসার্স মন্ডল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব কামরুল ইসলাম, (কাবুল মন্ডল) তিনি জানান আমাদের কে প্রশাসনের পক্ষ থেকে, একদিনের নোটিশ দিয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রশাসনের লোকজন, আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে। কোন প্রকার কথা না বলে, এমনকি আমাদের কাগজপত্র না দেখেই, শুধু রাজনৈতিক প্রতিহিংসার বসবতি হয়ে, আমাদের ইটের টাটা গুলো ভাটা গুলো ধ্বংস করা হয়েছে।

 

এতে করে এই ছয়টি ভাটার মালিক এখন সর্বস্বান্ত নিঃস্ব প্রায়। এই ছয়টি ভাটাতে কমপক্ষে ২০০০ লোকের কর্মসংস্থান হত, আজ হতে এই দুই হাজার পরিবার বেকার হয়ে পড়ল। আমি সরকারের কাছে আবেদন করছি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ইটের ভাটার মালিকদের ক্ষতিপূরণ প্রদান সহ পুনঃ  প্রতিষ্ঠার দাবি করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর