ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়েছে। করাচি, লাহোর এবং ইসলামাবাদ বিমানবন্দরে ৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সূত্র জানায়, বাহরাইন, শারজাহ, দুবাই, মদিনা, মাস্কাট এবং জেদ্দা থেকে লাহোরগামী ফ্লাইট করাচিতে অবতরণ করেছে।
বিমান চলাচল সূত্র জানায়, দুবাই থেকে ইসলামাবাদগামী একটি বিদেশী বিমান সংস্থার ফ্লাইটকে কোয়েটায় ঘুরিয়ে দেওয়া হয়েছে।
রাস আল খাইমাহ থেকে লাহোরগামী আরেকটি ফ্লাইটকে রাস আল খাইমাহে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
Leave a Reply