বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৪ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আমার দেশ পাঠক মেলা’র আয়োজনে দুমকিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দুমকি নতুন বাজার আল মামুন  সুপার মার্কেট এর সামনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

আমার দেশ পাঠক মেলার  দুমকি উপজেলা  শাখার আহ্বায়ক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবিপার্টির কেন্দ্রীয় সহসভাপতি প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) বলেন, ‘বিগত পতিত আওয়ামী লীগ সরকারের নানান অপকর্ম তুলে ধরার অপরাধে আমার দেশ  সম্পাদক মাহমুদুর রহমানকে প্রতিদিনই কোনো না কোর্টের বারান্দায় ছুটতে হয়েছে।  কুষ্টিয়া আদালতে মামলায় হাজিরা দিয়ে বের হতেই কোটের অভ্যন্তরে তার উপরে নির্মমভাবে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। দৈনিক আমারদেশ বন্ধ করে টুটি চেপে ধরতে চেয়েছিলো এরপরও আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান অন্যায়ের সাথে আপস করেনি। তিনি আরও বলেন এদেশে ১০ জন মাহমুদুর রহমান থাকলেই দেশের ফ্যাসীবাদী সিস্টেম পরিবর্তন করা সম্ভব। ৫ আগস্টের পরও ফ্যাসীবাদের দোসররা এখনো সরকারের বিভিন্ন দফতরে বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে।’

 

বক্তারা বলেন, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকেই বিপদের মুখে ঠেলে দিয়েছে।

 

এ সময় প্রেসক্লাব দুমকির সাধারন সম্পাদক দৈনিক আমারদেশ দুমকি উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল হক হাওলাদর,  সিনিয়র সাংবাদিক আমির হোসেন, প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ প্রমুখ ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর