শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি-এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক শুভেন্দু সরকার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আলাউদ্দিন মাসুদ‘র সভাপতিত্বে আলোচনা সভায় দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান, যুবদল নেতা জসিম উদ্দিন প্রমূখ বিশেষ অতিথি ছিলেন। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেশীয় গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, ডিম এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট উদ্ভাবনী প্রযুক্তির স্টল প্রদর্শনীতে স্থান পায়।

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্পের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রদর্শনীতে স্থানীয় খামারিরা উৎপাদন, প্রজনন, রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেন।

 

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদে পিছিয়ে থাকা খামারিদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হবে। অনুষ্ঠানে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর