শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে এ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে : রাঙামাটিতে নাসিমুল গণি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৬ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০২ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শুক্রবার (২ মে) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে এ এলাকার মানুষের জন্য এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।

 

বিভিন্ন প্রশ্নের উত্তরে সচিব বলেন, যদি কোনো কিছুর অস্তিত্ব থাকে, তাহলে হুমকি থাকবেই। তবে আমরা সেটিকে হুমকি মনে করছি না।বিভিন্ন সমস্যা আসবে, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। আমরা সেইভাবে প্রস্তুত আছি।ছোট জিনিস বড় হতে পারে আবার বড় জিনিস ছোটও হতে পারে। এখানে তেমন কোনো হুমকি দেখছি না।

 

তিনি আরও বলেন, সরকারের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সব সময় সব কিছু আরও উন্নত করা সম্ভব, সেই প্রচেষ্টাই চলছে।পাহাড়ে সন্ত্রাস মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানোর প্রশ্নে সচিব বলেন, ১৮৬০ সালে লংগদু থানা প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় থেকে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা থানার দরজা খোলা থাকত। কিন্তু ২৪ সালের জুলাই মাসে সেটি বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশের কার্যক্রম একপ্রকার নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এখন আবার পুলিশ সক্রিয় হয়েছে। ৯৯৯-এ কল দিলে তারা সাড়া দিচ্ছে। আমি নিজেও পরীক্ষা করে দেখেছি। এ সফরে আমি সবাইকে বলেছি সেবার মান বাড়ানোর জন্য কাজ করতে হবে। বিপ্লবে এতগুলো শিশুর জীবন গেছে, এটা আমাদের কষ্ট দেয়, পীড়া দেয়। আমাদের কাজ করতে হবে, তাহলেই সাফল্য আসবে।

 

শুক্রবার সকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তাঁরা শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।এবং বিকেলে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে’ এক মতবিনিময় সভায় অংশ নেন।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্যাহর (মারুফ) সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার লে. কর্নেল ইফতেকার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর