শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

দোয়ারাবাজারে বসতবাড়িতে হামলা ও লুটপাটে আহত রিনা বেগমসহ একাধিক ব্যক্তি

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ)
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪৩ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ২৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কুলাউড়া পূর্বপাড়ায় বসতবাড়িতে ভয়াবহ হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিনা বেগম (৩০) ও মজিবুর রহমান (২০)। এছাড়াও রিনা বেগমের পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

 

ভুক্তভোগী রিনা বেগম জানান, রাত ৯ টার সময় প্রতিবেশী দেলোয়ার হোসেন (৩৫), তার স্ত্রী সাজেদা বেগম (৩০), আবুল মিয়া (৩২) ও আবুল মিয়ার স্ত্রী খাদিজা বেগম (২৫) পরিকল্পিতভাবে তাদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। তারা হাতে থাকা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে রিনা বেগম ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

 

রিনা বেগম বলেন, “হঠাৎ করেই তারা আমাদের ঘরে ঢুকে গালিগালাজ শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই লোহার রড ও লাঠি দিয়ে আমার স্বামী ও ভাইকে পেটাতে শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাকেও আঘাত করা হয়।”

 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বাংলাবাজার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে জমি ও পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র, দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরের কিছু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর